শুক্রবার

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০০ প্রভাবশালীর তালিকায় নেই ভারতীয় কেউ, আছেন বাংলাদেশের ড. ইউনূস ভিনগ্রহে প্রাণের অস্তিত্ত্বের শক্ত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা নাচোলে সাংবাদিক শিশিরের ইন্তেকাল গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ আদালতে সৌদি রাষ্ট্রদূত ঈসাকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো পিতাকে রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্ততকারী মুন্না পুঠিয়া থেকে গ্রেফতার পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা দেশের কম দরিদ্র বিবেচনায় রাজশাহী বিভাগ তৃতীয়তম

মানহানি মামলায় জামিন পেলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক

Paris
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : ভুক্তভোগী পরিবারের সদস্য কর্তৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশের জের ধরে গত ০৪-০২-২০২৫ ইং তারিখে রাজশাহীর আদালতে প্রিয়া খাতুন নামের একজন মহিলা দৈনিক আমাদের রাজশাহী ও দৈনিক সানশাইন পত্রিকার নামে একটি মানহানি মামলা দায়ের করে। যার মামলা নং-১২, সি/২৫। মামলার অন্যান্য আসামীরা হলেন, প্রিয়ার প্রাক্তন স্বামী, শাশুড়ী ও দুই ননদ। সোমবার (১০ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিজ্ঞ বিচারক শঙ্কর কুমার বিশ্বাস আসামীদের জামিন মঞ্জুর করেন। এর আগে আসামীর পক্ষে বিজ্ঞ আদালতের কাছে জামিনের আবেদন করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ সেলের রাজশাহী শাখার চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট আল আমীন ও এ্যাডভোকেট মোসা. শাপলা খাতুন।
গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ভুক্তভোগী আবুল কালাম আজাদ রিংকু তার পরিবারের সদস্যদের নিয়ে প্রাক্তন স্ত্রী প্রিয়া খাতুনের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ অন্যান্য গণমাধ্যমের মতো দৈনিক আমাদের রাজশাহী পত্রিকাতে গত ২৩-১২-২০২৪ ইং তারিখে প্রকাশিত হয়। সেই প্রকাশিত সংবাদের জের ধরে প্রিয়া খাতুন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। সেই মামলার দিনক্ষণ ধার্য্য ছিল সোমবার (১০ মার্চ)।
আদালত প্রাঙ্গনে পত্রিকার সম্পাদকের সাথে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক রফিক আলম, প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল ইসলাম বনি, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও বিভাগীয় কমিটির আহবায়ক শাহরিয়ার অন্তু, মহানগর কমিটির সদস্য সোনিয়া, আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার শাহানুর রহমান রানা, স্টাফ রিপোর্টার সোহাগ হোসেন, ফটো সাংবাদিক শামীম, মিজান, মাসুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris