শুক্রবার

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
১০০ প্রভাবশালীর তালিকায় নেই ভারতীয় কেউ, আছেন বাংলাদেশের ড. ইউনূস ভিনগ্রহে প্রাণের অস্তিত্ত্বের শক্ত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা নাচোলে সাংবাদিক শিশিরের ইন্তেকাল গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ আদালতে সৌদি রাষ্ট্রদূত ঈসাকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ হারাতে হলো পিতাকে রাজশাহীতে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্ততকারী মুন্না পুঠিয়া থেকে গ্রেফতার পত্নীতলায় ভূমি অফিসের দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক ও ডিসিকে অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা দেশের কম দরিদ্র বিবেচনায় রাজশাহী বিভাগ তৃতীয়তম

রাজশাহী পুলিশের অভিযানে সাপাহার থেকে উদ্ধার হলো ডাকাতির ৭৫ ব্যারেল পামতেল

Paris
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

চট্রগাম থেকে নিয়ে আসার পথে ডাকাতি হওয়া ৭৫ ব্যারেল পামওয়েল তেল নওগাঁর সাপাহার হতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী জেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব ইন্সপেক্টর আশরাফুল আলম সাপাহার থানা এ এস আই রুবেল হকসহ একদল পুলিশ নিয়ে এ উদ্ধার কাজ পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রংপুর শহরের কামারপাড়ার মৃতঃ লালমিয়ার ছেলে ব্যবসায়ী হারুন অর রশিদ এর ঢাকা মেট্র্রো ২৪-৭৬৩৬নং ট্রাকটি চট্রগাম হতে ৭৫ ব্যারেল পাম্ওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশ্য রওয়ানা হয়ে রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা নামক স্থানে পৌঁছলে রাত দেড়টার সময় একদল ডাকাত অন্য একটি ট্রাক দ্বারা রাস্তায় বেরিকেড দিয়ে তাদের পথ রোধ করে এবং তেল ভর্তি ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর গত সোমবার ভোরে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অবস্থিত থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউনে আনলোড করে। পরবর্তীতে ডাকাতদল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ীর মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকার এর মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের অবস্থানের সন্ধান পায় এবং গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে রাজশাহীর কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজ শুরু করে। পরে সাপাহার থানা পুলিশের সহযোগীতা নিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউন ঘর হতে ডাকাতি করে নিয়ে আসা ওই ৭৫ ব্যারেল পামওয়েল তেল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। ডাকাতি হওয়া ট্রাকটি গোদাগড়ীর কাকন হাট এলাকা হতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris