রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাই এর মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়। বিআরটিসি পিছনে আসা আবারো একটি মাইক্রো ধরে ছিনতাই ও গাড়ির গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের সাহস দেখে আমরা হতবাক। মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান এলাকার স্হানীয় বাসিন্দারা।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী বলেন, এটা আসলে খুব প্রশস্ত রাস্তা। বিআরটিসি বাস সাপাহারের দিকে যাচ্ছিলো। গাছ ফেলাইছিলো তখন গাড়ি ব্লক দিয়েছিলো। পিছনে আমাদের পুলিশের গাড়িও ছিলো। পুলিশ যাইতে যাইতে ওরা যাত্রীর দুই একটা ফোন নিয়ে গেছে। পুলিশ যাওয়ার আগেই ডাকাত পালিয়ে গেছে।