শনিবার

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়া উদ্বেগের : গুতেরেস রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জাতিসংঘ মহাসচিব প্রাথমিকের প্রধান শিক্ষকরা ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন ধর্ষণের শিকার সেই শিশুটি আর নেই সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীসহ ৪ জনের নামে মামলা ১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৫ হাজার কোয়েল পাখির মৃত্যু রাজশাহী নগরীতে অটোরিকশায় যৌনহয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার

লালপুরে বিএনপি নেতাসহ ছেলেকে আটকের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

Paris
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন (৫০) সহ তার দুই ছেলে অনিক (২৪) ও ফিরোজ (৩২) কে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের মুক্তির দাবিতে লালপুর সদর বাজারের ত্রিমোহনী চত্বরে সড়কের উপর অকেজো টায়ারে অগুন জ¦ালিয়ে সড়ক অবোরধ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা। এছাড়া লালপুর থানা চত্বরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমাবেত হয়ে বিক্ষোভ করতে থাকে। সকালে অবরোধ স্থানে উপস্থিত হন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুসহ নেতা-কর্মীরা। এসময় অবরোধ স্থগিত করা হয়। পরে আটককৃতদের না ছাড়লে ২য় দফা অবরোধ শুরু হয় বলে জানা গেছে। এতে ঈশ্বরদীÑবাঘা সড়কে যানজটের সৃষ্টি হয়। আর যাত্রীরা ভোগান্তিতে পড়ে। জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে বিএনপির নেতা খোকনের বাড়ীতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে খোকন সহ তার দুই ছেলেকে আটক করা হয় বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামানের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।


আরোও অন্যান্য খবর
Paris