ইউসুফ চৌধুরী : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমার ২য় দিনের জুম‘আর খুৎবায় মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে গোটা দুনিয়া জুড়ে চলছে যুলুম ও অত্যাচারের রাজত্ব। গণতন্ত্র ও মানবাধিকারের নামে চলছে মানুষের অধিকার হরণ। তারই এক জাজ্বল্যমান দৃষ্টান্ত হল ফিলিস্তীন, যেখানে বিশ্ববাসীর চোখের সামনে ইসরাঈল নির্বিচারে প্রায় ৭০ হাজার মুসলমান হত্যা করে পুরো গাযাকে মাটির সাথে মিশিয়ে দেয়ার পরও ক্ষান্ত হয়নি। উল্টো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পৈশাচিক নির্মমতার পরাকাষ্ঠা দেখিয়ে গাযার বাকী অধিবাসীদেরকে বিতাড়িত করে সেখানে পর্যটন কেন্দ্র বানাতে চায়! বাংলাদেশেও একটি যুলুম-অবিচারপূর্ণ শাসনামলের পর নতুন একটি যুগ সূচিত হয়েছে। তবে যদি ইসলামের ন্যায়বিচার ও মানবতাপূর্ণ সমাজ গড়ে তোলার উদ্যোগ না নেয়া হয়, তবে পুনরায় যুলুম ফিরে আসবে নতুন রূপে। এজন্য যে কোন মূল্যে ইসলামের আলোকে একটি ইনছাফপূর্ণ মানবিক সমাজ গড়ে তোলার জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। ইসলামের ভিত্তিতে সমাজ সংস্কারের মাধ্যমে স্থায়ী সংস্কারের পথে অগ্রযাত্রা করতে হবে। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন পবিত্র কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক সমাজ গড়ার আন্দোলন। এই আন্দোলন বিশুদ্ধ ইসলামের দিকে ফিরে যাওয়ার আন্দোলন। এই আন্দোলন রাসূল (ছাঃ) এবং ছাহাবীদের রেখে যাওয়া ইসলামের দিকে ফেরার আহ্বান। তিনি সকলকে ইসলামের নামে প্রচলিত যাবতীয় কুসংস্কার ও শিরক-বিদ‘আত ছেড়ে দিয়ে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বিশুদ্ধ ইসলামের দিকে ফিরে আসার আহ্বান জানান।