শনিবার

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়া উদ্বেগের : গুতেরেস রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জাতিসংঘ মহাসচিব প্রাথমিকের প্রধান শিক্ষকরা ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন ধর্ষণের শিকার সেই শিশুটি আর নেই সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীসহ ৪ জনের নামে মামলা ১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৫ হাজার কোয়েল পাখির মৃত্যু রাজশাহী নগরীতে অটোরিকশায় যৌনহয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার

বাগমারার সেই আঁখিকে সংবর্ধনা

Paris
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

মচমইল থেকে সংবাদদাতা
কোচিং ও প্রাইভেট ছাড়াই রাজশাহী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সেই আসমাউল হুসনাকে (আঁখি) সংবর্ধনা দিয়েছে বাগমারার বাগান্না উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে তিনি জিপিএ- ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। আসমাউল হুসনা (আঁখি) উপজেলার বেড়াবাড়ি গ্রামের চা দোকানি ওবায়দুর রহমানের মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষে মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি থেকে বক্তব্য দেন বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, প্রভাষক আতিকুর রহমান ও কৃতী শিক্ষার্থী আসমাউল হুসনা। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয় কৃতী শিক্ষার্থীকে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আসমাউল হুসনা (আঁখি) শুধু বাগান্না উচ্চবিদ্যালয় নয়, গোটা বড় বিহানালীবাসীর মুখ উজ্জ¦ল করেছেন। তাঁকে ধরে রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা। আসমাউল হুসনা এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় রাজশাহী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বাগান্না উচ্চবিদ্যালয়ে থেকে মাধ্যমিক ও রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। অর্থের অভাবে তিনি প্রাইভেট পড়তে ও কোচিং করতে পারেননি। তবে গ্রন্থাগারে গিয়ে পড়াশোনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris