স্টাফ রিপোর্টার : রাজশাহী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের (আরসিইএ) নেতৃবৃন্দ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এসএম তুহিনুর আলম (যুগ্ম সচিব)-এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। রোববার (০২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে আরডিএ’র চেয়ারম্যানের দপ্তরে এ সাক্ষাত করেন। এসময় আরসিইএ নেতৃবৃন্দ ফুল দিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা শেষে চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। মতবিনিময়কালে আরসিইএ নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের সমস্যা ও সমাধানে আরডিএ’র চেয়ারম্যানের কাছে সহায়তা চান এবং আরডিএ’র চেয়ারম্যান আরসিইএ-এর নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এসময় সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এইস আর্কিটেক্টস-এর সাইমুম ইয়াসির মৃধা, কাজল রেখা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্ট-এর হাসিবুর রহমান ফেরদৌস, এম কিউব ফিউচার প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং-এর গোলাম কিবরিয়া, সেঞ্চুরি ইঞ্জিনিয়ারিং ল্যান্ড কনসালটেন্ট-এর ইফতেখার আহম্মেদ চৌধুরী তমাল, মাদার ড্রিম আরকিটেট ইঞ্জিনিয়ারিং কলসেন্টার-এর পারভেজ, নেস্ট আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর মোঃ সৈকত ইসলাম মিম, হোম প্লান-এর মোঃ রেজাউল হাবিব (ইমন), ফ্রিডম ফোর্ট-এর মোঃ তানভীর ইসলাম, ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্ট-এর নির্মাণ উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ-হীল-কাফি (কাওসার), রাজশাহী ডিজাইন এন্ড কন্সট্রাকশনের শওকত হোসেন মিঞাসহ সদস্যবৃন্দ।