পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম বাবলু এবং যুগ্ম সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরীকে পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে অত্র প্রতিষ্ঠানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) খ-অঞ্চল এর ডিরেক্টর মো. ওয়াজেদ আলী খাঁন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা শাখার সভাপতি সরকার দুলাল মাহবুব, মহানগর শাখার সদস্য সবুজ ইসলাম, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের শাখা ব্যবস্থাপক মো. হযরত আলী, অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি এনামুল হক, সাধন আলী, আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম প্রমূখ