রবিউল ইসলাম, পত্নীতলা : নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নজিপুর সরকারি কলেজ ছাত্রদল। রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলটিতে কলেজ ছাত্রদলের আহবায়ক আবু হুরায়রা বিল্লার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য সনি ইসলাম বাপ্পি, ছাত্রনেতা মাহমুদুল, সাকিব, হাবিবুর, রাজু, মেহেরাব, মশিউর সহ অন্যান্য নেতাকর্মী।
প্রসঙ্গত, গত (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি। ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।