শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

সুশিক্ষিত জাতি গঠনে ব্রত হতে চান ফ্রান্স প্রবাসী আনোয়ারুল

Paris
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : ‘মাদক ছেড়ে খেলা ধরি, সুশিক্ষিত জাতি গড়ি’ প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে ‘গোয়ালকান্দি ফাউন্ডেশনের’ উদ্যোগে মাসব্যপী ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। গোয়ালকান্দি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ফ্রান্স প্রবাসী আনোয়ারুল ইসলামের উদ্যোগে এসব আয়োজন চলছে। প্রবাসে থেকেও তিনি ভুলেন নি মাতৃভূমির অবদান। তাই ফ্রান্সে থেকেও নিজের এলাকায় মানুষের পাশে থাকছেন তিনি। নিয়মিত যোগাযোগ রাখছেন সর্বস্তরের জনগণের সাথে। সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন সবদিক নিয়ে কাজ করছেন বিএনপি আদর্শিত সমাজসেবক আনোয়ারুল ইসলাম। একদিন আওয়ামী দোসরদের ত্রাস ও হুমকির মুখে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হন বাগমারার গোয়ালকন্দির বাসিন্দা আনোয়ারুল ইসলাম। তবে রাজনৈতিক কারণে দীর্ঘদিন জন্মভূমিতে ফিরতে পারেননি। সুদুর ফ্রান্সে বসবাস করছেন তিনি। তবে দুর প্রবাস থেকেই গোয়ালকান্দি ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সমতা ইত্যাদি নিয়ে কাজ করছেন। তিনি জানান, একজন জনপ্রতিনিধি জনগণের সবচেয়ে কাছে থেকে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। সেই কাজটি ভবিষ্যতে তিনি করতে চান। শুধু এলাকাবাসী কল্যানের কথা ভেবে আগামীতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন করার অভিমতও প্রকাশ করেন। তিনি বলেন, একজন সুশিক্ষিত জনপ্রতিনিধি, জনপদের প্রতিনিধিত্ব করতে পারেন সুচারুরূপে। তিনি এলাকায় শিক্ষার বিস্তার ঘটাতে চান সবার আগে। তাহলে একটি জনগোষ্ঠীকে সঠিক পথে আনা সম্ভব। তিনি ভবিষ্যতে গোয়ালকান্দি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও প্রশিক্ষণ সবকিছু সকল শ্রেণিপেশার মানুষদের অংশগ্রহণে করতে চান। তিনি বলেন, এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গোয়ালকান্দি ফাউন্ডেশন কাজ করেবে। এটি শুধু সামাজিক সংগঠন নয়, এটি গোয়ালকান্দি সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নে পাশে থেকে সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করবে। আগামীতে এলাকাবাসীর পাশে থেতে সমাজসেবায় অংশ নিতে চান।


আরোও অন্যান্য খবর
Paris