পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশায় অসহায় এক বৃদ্ধার আমরূপালী বাগানের ১৮টি গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। বাগানের মালিক উপজেলার তেঁতুলিয়া ইউপির পূর্বগ্রামের মৃত সলেমানের স্ত্রী বৃদ্ধা এজাজুন নেসা।
জানা গেছে, বাগান মালিক এজাজুন নেসার ছেলে না থাকায় তিনি তার মেয়েকে সাথে নিয়ে ঐ বাগানটি পরিচর্যা করেন। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার সকালে মেয়েকে সাথে নিয়ে পরিচর্যার কাজে যান বাগানে। দুপুর নাগাত তারই আত্মীয়-স্বজন ঐ জমি নিজেদের দাবী করে বাগানের গাছ কাটতে শুরু করে। এসময় তিনি এবং তার মেয়ে আকলিমা (৪০) বাধা দিলে দুবৃর্ত্তরা এজাজুন নেসাকে বেধে রেখে আকলিমাকে বেধড়ক মারপিট করে। দেখতে পেয়ে আহত অবস্থায় স্থানীয়রা আকলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এসময় এজাজুন নেসার প্রায় ৬০টি আমরূপালী গাছের মধ্যে ১৮টি আম গাছ কেটে ফেলে।
বাগান মালিক বৃদ্ধা এজাজুন নেসা জানান, তিনি তার বাবার থেকে ওয়ারিশ সূত্রে গ্রামের পাশে হাজিপাড়া নামক স্থানে ১৮শতাংশ জমি পেয়েছেন। ৫বছর আগে ঐ জমিতে তিনি ৬০টি আমরূপালী গাছ রোপন করেছেন। জমিটি তার বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তিনি মালিক হন। ঐ জমিটি তার দাদার ছিলো। দাদার মৃত্যুর পর তার বাবা এবং বাবার মৃত্যুর পর তিনি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন। এবং ঐ সময় থেকেই সবাই দখল করে আসছেন। বৃদ্ধা এজাজুন নেসা আরও জানান, প্রতি বছর গাছগুলোতে প্রচুর আম আসতো। এবারেই গাছে ভাল মুকুল আসছিল। এ ব্যাপারে তিনি দ্রুত মামলা করবেন বলে জানান। পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, বিষয়টি তার জানা নেই। কেউ কোন ধরনের অভিযোগ করেনি। তিনি লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।