শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

পোরশায় বৃদ্ধার আম বাগান কেটে ফেললো দুবৃর্ত্তরা

Paris
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশায় অসহায় এক বৃদ্ধার আমরূপালী বাগানের ১৮টি গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। বাগানের মালিক উপজেলার তেঁতুলিয়া ইউপির পূর্বগ্রামের মৃত সলেমানের স্ত্রী বৃদ্ধা এজাজুন নেসা।
জানা গেছে, বাগান মালিক এজাজুন নেসার ছেলে না থাকায় তিনি তার মেয়েকে সাথে নিয়ে ঐ বাগানটি পরিচর্যা করেন। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার সকালে মেয়েকে সাথে নিয়ে পরিচর্যার কাজে যান বাগানে। দুপুর নাগাত তারই আত্মীয়-স্বজন ঐ জমি নিজেদের দাবী করে বাগানের গাছ কাটতে শুরু করে। এসময় তিনি এবং তার মেয়ে আকলিমা (৪০) বাধা দিলে দুবৃর্ত্তরা এজাজুন নেসাকে বেধে রেখে আকলিমাকে বেধড়ক মারপিট করে। দেখতে পেয়ে আহত অবস্থায় স্থানীয়রা আকলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এসময় এজাজুন নেসার প্রায় ৬০টি আমরূপালী গাছের মধ্যে ১৮টি আম গাছ কেটে ফেলে।
বাগান মালিক বৃদ্ধা এজাজুন নেসা জানান, তিনি তার বাবার থেকে ওয়ারিশ সূত্রে গ্রামের পাশে হাজিপাড়া নামক স্থানে ১৮শতাংশ জমি পেয়েছেন। ৫বছর আগে ঐ জমিতে তিনি ৬০টি আমরূপালী গাছ রোপন করেছেন। জমিটি তার বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তিনি মালিক হন। ঐ জমিটি তার দাদার ছিলো। দাদার মৃত্যুর পর তার বাবা এবং বাবার মৃত্যুর পর তিনি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন। এবং ঐ সময় থেকেই সবাই দখল করে আসছেন। বৃদ্ধা এজাজুন নেসা আরও জানান, প্রতি বছর গাছগুলোতে প্রচুর আম আসতো। এবারেই গাছে ভাল মুকুল আসছিল। এ ব্যাপারে তিনি দ্রুত মামলা করবেন বলে জানান। পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, বিষয়টি তার জানা নেই। কেউ কোন ধরনের অভিযোগ করেনি। তিনি লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

 


আরোও অন্যান্য খবর
Paris