রুবেল সরকার : গত ৩০ জানুয়ারি রাত অনুমান ০০.৫০ ঘটিকার সময় নিয়ামতপুর থানাধীন উপজেলা চত্ত্বরে সহকারী কমিশনার (ভূমি)এর বাস ভবনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বন্দুক দ্বারা গুলি ছোড়ে। এতে সহকারী কমিশনার (ভূমি) এর বাস ভবনের গ্লাস চার জায়গায় ছিদ্র হয়ে যায়। উক্ত ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে নিয়ামতপুর থানার মামলা নং-১৮, তাং-৩০/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০৭ পেনাল কোড রুজু করা হয়। ৩১ ডিসেম্বর শুক্রবার নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম উপরোক্ত ঘটনার বিষয়ে খতিয়ে দেখা এবং হামলার রহস্য উদঘাটনের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ও মান্দা সার্কেলের এএসপি জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।