শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে নেয়া কৃষকদল নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন কর্মীরা?

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবার যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ এবং তার বাবা আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে মহানগর কৃষকদলের সদস্য সচিব আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শাহমখদুম থানা-পুলিশ আশরাফুল ইসলামকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কৃষকদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে দলের নেতাকর্মীরা থানার ভেতরে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং আশরাফুলের মুক্তির দাবিতে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে থানা এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করেন। দলের নেতাকর্মীদের সেই অনৈতিক চাপে অবশেষে থানা পুলিশ আলাউদ্দিনকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানায় থানা সূত্র। এ প্রসঙ্গে আশরাফুল ইসলাম বলেন, “পুলিশ আমাকে সন্দেহজনক হিসেবে থানায় ডেকেছিল। আমি কিছুই জানি না। জিজ্ঞাসাবাদ শেষে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে।” উল্লেখ্য গত ১৪ জানুয়ারি গভীর রাতে রাজশাহী শহরের উপকন্ঠ ভুগরইল এলাকায় যুবদল নেতা মিন্টুর বাড়ি লক্ষ্য করে কিছু দুর্বিত্ত এলোপাথারিভাবে গুলিবর্ষণ করে। দরজা ভেদ করে একটি গুলি মিন্টুর বাবা আলাউদ্দিনের শরীরে আঘাত করে এবং পরেরদিন তিনি হাসপাতালে চিকিৎধীনবস্থায় মারা যান। পুলিশের তদন্তে উঠে এসেছে, গুলিবর্ষণের আগে একটি বিরোধ মীমাংসার জন্য এয়ারপোর্ট থানায় বৈঠক বসেছিল। মিন্টু সেখানে এক পক্ষের হয়ে উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরই মিন্টুর বাড়িতে হামলা হয়। তদন্তকারীরা জানতে পারে, মিন্টুর বাড়িতে হামলাকারীদের দু-একজনের সঙ্গে কৃষকদল নেতা আশরাফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ ছিল। কললিস্ট যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, আমি আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দাপ্তরিকভাবে দায়িত্ব পেয়েছি। তাই, গতকালের (২৯ জানুয়ারি) বিষয়ে আমি তেমনভাবে অবগত নয়। কৃষকদলের নেতা আশরাফুল কার নির্দেশে থানা থেকে ছাড়া পেলো, বিষয়টি সম্পর্কে থানা সংশ্লিষ্টরা বলেন, “কললিস্ট বিশ্লেষণ করে আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তিনি দাবি করেছেন, নেতা হিসেবে তার অনেকের সঙ্গেই কথা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঊর্ধ্বতনদের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্ত এখনো চলছে।” এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে এবং এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris