শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গোদাগাড়ীতে যশোর গবেষণা দলের সফর

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করে যশোরের গণগবেষণা দল। উন্নয়ন ও গবেষণা নিয়ে কর্মরত রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে যশোরের গণগবেষণা দলের ৭ জন জন প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ীর ২৮ ও ২৯ জানুয়ারী রিশিকুল ইউনিয়নের মান্ডইল ও তালাই কুন্দলিয়া, মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার ও আদাড়পাড়া, পাকড়ী ইউনিয়নের পাকড়ী জাওইপাড়া এবং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামে গঠিত গণগবেষণা দলগুলো পরিদর্শন করে সামাজিক সমস্যাবলী চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৪টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৪টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সফরকারী দলে ছিলেন মিনা বিশ্বাস, চৈতন্য দাস, পলাশ পাল, লিলি বিশ্বাস, ঝর্ণা রায়, শিখা দাস ও সেজুতি মণ্ডলএবং স্বাগতিক দলে ছিলের লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। উল্লেখ্য, রাজশাহীর ৭ জন গণগবেষক ইতোপূর্বে যশোরের মাঠ পরিদর্শন করে।


আরোও অন্যান্য খবর
Paris