নাচোল থেকে প্রতিনিধি : নাচোলে ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালপুর পাখি পল্লী মাঠে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সাড়ে ১০টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড আমীর মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, পৌর নায়েবে আমির ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী-সেক্রেটারী মাওলানা রইস উদ্দিন এবং ফতেপুর ইউনিয়ন আমীর আহসান হাবীব ও নায়েবে আমির মাওলানা আশরাফুল আলমসহ অন্যান্যরা।