শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

লালপুরে সরিষা চাষে বাম্পার ফলন, স্বপ্ন দেখছেন কৃষকরা

Paris
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোর লালপুরে সরিষা চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা ।উপজেলার পদ্মা নদীর চর অঞ্চল সহ বিভিন্ন গ্রামের মাঠের জমি গুলোতে সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে। ফলে প্রকৃতি হলুদ বর্ণে সেজেছে। হিমেল হাওয়ায় দোল খেলছে সরিষা ফুল। এতে কৃষকের মুখে ফুটে উঠেছে সুখের হাসি। কম খরচে অধিক লাভ হওয়ায় এঅঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষার চাষ। আবহাওয়া অনুকূল থাকায় এই মৌসুমে ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। সরিষার চাষে খরচ ও পরিশ্রম কম হওয়ায় এই ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আর সরিষা তোলার পর একই জমিতে আখের আবাদ করতে পারছেন তারা।উপজেলার পদ্মার চর অঞ্চল সহ দুড়দুড়িয়া, কচুয়া বোয়ালিয়াপাড়া, সিরাজিপুর, নান্দ, তিলকপুর, লক্ষীপুর, কাজীপাড়া, চামটিয়া, কেশবপুর, আব্দুলপুর, বাওড়া, সালামপুর, হোসেনপুর, দূর্গাপুর, ওয়ালিয়া, ফুলবাড়ী সহ উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যায়, মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ। জমিতে ফুলে ফুলে ভরে গেছে সরিষার গাছ। হোসেপুর গ্রামের রাকিবুল ও দূর্গাপুর গ্রামের বুলবুল ইসলাম জানান, ১বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ২ হাজার থেকে আড়াই হাজার টাকা। ফলন পাওয়া যায় ৪ থেকে ৫ মণ। প্রতিমণ সরিষার মূল্য ৩ হাজার ৫০০ টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা। আবার অল্প সময় লাগে । এবিষয়ে লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, এবছর ৬৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। তিনি আরো জানান আবাদকৃত সরিষার মধ্যে বারী জাতের সরিষা বেশী আবাদ হয়েছে, পতিত জমিতে, আমবাগানে সরিষা আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris