শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

রাজশাহীতে ১৪ বছর পর আয়োজিত জামায়াতের সম্মেলনে টার্গেট লক্ষাধিক কর্মীর

Paris
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : আগামী ১৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহীতে জামায়াত ইসলামীর সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহানগর ও জেলা জামায়াতে ইসলামী দলের নেতারা। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় কর্মী সম্মেলনের আয়োজন নিয়ে নগর ও জেলার নেত্রীবৃন্দ এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ জানুয়ারির কর্মীসম্মেলন উপলক্ষে সকাল ৯টার দিকে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। কর্মী সম্মেলনটিকে ঐতিহাসিক সম্মেলন বলেও আখ্যায়িত করেন বক্তারা। সর্বশেষ ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের সমাবেশ করতে পেরেছিল। এরপর থেকে বড় ধরনের কোন সভা-সমাবেশ তারা আয়োজন করতে পারেনি। তাই, এবারের কর্মী সম্মেলনটি ঐত্যিহাসিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা।
এ সম্মেলনসহ ঐদিন আরও কিছু কর্মসূচি অনুষ্ঠিত হবে। মেডিকেল অডিটরিয়ামে ঐদিন দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩ টার দিকে মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের মিলনায়তনে ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করতে চেয়েছেন। সম্মেলনটিতে রাজশাহী জেলার সকল উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। শহরে যেনো ট্রাফিক জ্যাম সৃষ্টি না হয় সেলক্ষ্যে, সম্মেলনে যারা শহরের বাইরে থেকে অংশ নিতে আসবেন তাদের যানবাহনগুলো শহরের বাইরে রাখা হবে। এতে করে শহরে কোন ধরনের যানজট সৃষ্টি হবে না বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মর্তুজা, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন।

 


আরোও অন্যান্য খবর
Paris