শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

বাগমারায় বাইগাছা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা

Paris
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার বাঁইগাছা উচ্চবিদ্যালয়ের দুইজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন বহিরাগতদের হামলায় ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছিলেন। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে মতবিরোধ দেখা দেয়। স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের এই মতবিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত সোমবার সকালে একদল বহিরাগত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রবেশ করেন। তাঁরা নিজেদের পছন্দের ব্যক্তিদের ব্যবস্থাপনা কমিটিতে রাখার দাবি জানান। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিরোধ দেখা হয়। এক পর্যায়ে বহিরাগতরা ওই বিদ্যালয়ের শিক্ষক জামায়াতের উপজেলা শাখার আমির কামরুজ্জামান (হারুন) ও নূুরুল ইসলাম নামের আরেকজন শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচির বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীদের জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক ব্যানারসহ বাঁইগাছা বাজারে ভবানীগঞ্জ- হাটগাঙ্গোপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে প্রতিপক্ষ ১০-১৫ জন বহিরাগত সেখানে উপস্থিত হন। এসময় উত্তেজনার সৃষ্টি হয়। তাঁরা মানববন্ধন করতে বাধা দেন। এক পর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের হাত থেকে ব্যানার কেড়ে নেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসলে তাঁরাও লাঞ্ছিত হন। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের ভেতরে চলে যান।
শিক্ষার্থী এজাজ আহমেদ, সাজ্জাদ হোসেন, শিমুল, হিমু সহ কয়েক জন অভিযোগ করে জানায়, তারা শিক্ষাঙ্গনে বহিরাগতদের অপতৎপরতা বন্ধ ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। কর্ম সূচিতে বাধা দেওয়াসহ উল্টো তাদের ওপর হামলা করা হয়েছে। এর বিচার দাবি করেছেন তারা। বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম বলেন, সহকর্মী জামায়াতের উপজেলা শাখার আমিরসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। নাসির নামের এক ব্যক্তির লোকজন এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন। বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবকুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করা ঠিক হয়নি। সম্প্রতি তারা অফিসে অবৈধ ভাবে প্রবেশ করে শিক্ষকদের লাঞ্ছিত করেছে। নাসির উদ্দীন লোকজন দিয়ে এসব করছেন। শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার ঘটনায় পরপরই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার সহ বাগমারা থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, হামলার ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ করেছে শিক্ষার্থীরা। সেটা বাগমারা থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়াতে কথা বলা সম্ভব হয়নি। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আকরাম হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

 


আরোও অন্যান্য খবর
Paris