স্টাফ রিপোর্টার : ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি, জনবীমা, রাজশাহী কর্তৃক আয়োজিত মেয়াদ পূর্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন প্রধান মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি এজিএম মোঃ হাফিজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বিএম মোছাঃ শামীমা খাতুন। সোমবার ১৩ জানুয়ারি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি, জনবীমার গ্রাহক নওদাপাড়া বাজারের শেখ ফার্মেসির প্রোপাইটর মোঃ রাশেদুল ইসলাম রাসেল কে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর মেয়াদ পূর্তির চেক হাতে তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। তিনি দশ বছরে জমা করেছেন ৬০ হাজার টাকা। আমরা তাকে চেক দিলাম ৯৭ হাজার ৪ শত ৭১ টাকা। অথিতিরা বলেন, এখানে বীমা করলে টাকা পেতে হয়রানি হতে হয় না। বরং আমরা গ্রাহকের বাড়িতে গিয়ে চেক প্রদান করে থাকি। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বাংলাদেশর সর্বশ্রেষ্ঠ লাইফ ইন্সুরেন্স কোম্পানী। তাই আসুন সবাই ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে একটি করে পলিসি করি, নিজে এবং নিজের পরিবার কে ঝুঁকি মুক্ত রাখি। এসময় গ্রাহক রাশেদুল ইসলাম রাসেল বলেন, অফিসে না ঘুরে বাড়িতে বসে চেক পেলাম। এই চেক পেয়ে আমি আনন্দিত। এসময় তিনি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর প্রশংসা করেন এবং আরো একটি পলিসি করবেন বলে জানিয়েছেন।