নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হত দরিদ্র, দুস্থ অসহায় শীতার্ত ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ ও ব্রাকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করে এনজিও ফেডারেশন (এফএনবি’র) নওগাঁ জেলা শাখা। এসময় প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) প্রশাসক সাদিয়া আফরিন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব, এনজিও ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সভাপতি ফজলুল হক খান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রেজভী, ব্রাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী, বাংলাদেশ ব্যুরোর নওগাঁর এরিয়া ম্যানেজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।