শামসুদ্দিন বাহার জব্বার একাই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে নববর্ষের অনুষ্ঠানে ১৫ জনকে হত্যা করেছেন বলে জানিয়েছে ফেডারেল গোয়েন্দা সংস্থা (এফবিআই)। জব্বার আইএসআইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে সন্ত্রাসী হামলা করেছে বলেও উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গত বৃহস্পতিবার এফবিআই-এর কাউন্টারটেররিজম বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস্টোফার রাইয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘এটি ছিল একটি সন্ত্রাসী কাজ, যা পূর্বপরিকল্পিত। আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী এই হামলায় অন্য কেউ জড়িত ছিলেন না। এমনকি কোনো সহযোগীও ছিল না। এই কর্মকর্তা জানান, জাব্বার নববর্ষের দিন একটি ভাড়া করা ট্রাকে বার্বন স্ট্রিটে হামলা চালান, এতে অন্তত ১৪ জন নিহত হন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। রাইয়া জানান, হামলার আগে জাব্বার আইএসআইএস-এর প্রতি সমর্থন প্রকাশ করে একাধিক ভিডিও পোস্ট করেছিলেন। গত গ্রীষ্মের আগেই আইএসআইএস-এ যোগ দিয়েছিল, যদিও তার এই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক এখনও স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মানবসম্পদ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন শামসুদ-দীন জব্বার। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০-এর জানুয়ারি পর্যন্ত তিনি আফগানিস্তানে ছিলেন। শামসুদ-দীন আগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে তাঁকে একবার গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানাও করা হয়েছিল তাঁকে। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন শামসুদ-দীন জব্বার। সেখান থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, শামসুদ-দীন দুবার বিয়ে করেছেন। তাঁর প্রথম বিবাহবিচ্ছেদ হয় ২০১২ সালে। ২০১৭ সালে দ্বিতীয় বিয়ে করেন। ২০২২ সালে এ বিয়েও ভেঙে যায়।-এফএনএস