শনিবার

১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল সংক্ষিপ্ত সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে আগামী জুনে : ড. ইউনূস রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়া উদ্বেগের : গুতেরেস রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জাতিসংঘ মহাসচিব প্রাথমিকের প্রধান শিক্ষকরা ১০ গ্রেডে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন ধর্ষণের শিকার সেই শিশুটি আর নেই সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীসহ ৪ জনের নামে মামলা ১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৫ হাজার কোয়েল পাখির মৃত্যু রাজশাহী নগরীতে অটোরিকশায় যৌনহয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার

মেলায় খাবার সংগ্রহ করতে গিয়ে নাইজেরিয়ায় পদপিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু

Paris
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস : দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় একটি স্কুলের মেলায় খাবার ও উপহার সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেলার তিন উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে পাঁচ হাজারের বেশি শিশু জড়ো হয়েছিল। প্রধান আয়োজকরা অনুষ্ঠান শুরু করতে এলে এ ঘটনা ঘটে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু গত বৃহস্পতিবার জানিয়েছেন, এই ঘটনায় তিনি মর্মাহত এবং তিনি মৃতের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছেন। এ ছাড়া তিনি একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পিছনে থাকা আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনা সম্পর্কে যা জানা গেছে : দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার বাশোরানের ইসলামিক হাই স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশ মুখপাত্র ওসিফেসো অ্যাডওয়েল জানিয়েছেন, দুর্ঘটনায় ৩৫ জন শিশু মারা গেছে এবং অন্ততপক্ষে ছয়জন আহত হয়েছে। একটি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, যে ছয়টি শিশুকে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে মাত্র দুইজন বেঁচে ছিল, বাকি চারজন মারা গেছে। কিছু ক্ষতিগ্রস্ত অভিভাবক সাংবাদিকদের বলেছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছর শেষের ‘ক্রিসমাস ফানফেয়ার’-এর ভেন্যুতে একত্রিত হয়েছিলন। তারা বুধবার ভোর পাঁচটায় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উপস্থিত হন, শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগে। কিছু অর্থ এবং খাবার পাওয়ার আশায় ছিল তারা। আয়োজকরা ৫ হাজার শিশুর সবাইকে পাঁচ হাজার নাইরা (৩ ডলার) দেওয়ার এবং সেইসঙ্গে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল। নাইজেরিয়া খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে। এ কারণে ১০ হাজারের বেশি মানুষ এই ইভেন্টে উপস্থিত হয়েছিল। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, খাবার ও উপহার বিলি শুরু হতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাড়াতাড়ি সেগুলো সংগ্রহ করার চেষ্টা করে শিশুরা, এর ফলেই এই দুর্ঘটনা ঘটে। স্কুলের প্রিন্সিপালসহ অনেককে আটক করেছে পুলিশ।
নাইজেরিয়ায় পদপিষ্টের ঘটনা : গত মার্চ মাসে বিনা পয়সায় চালের ব্যাগ সংগ্রহ করার জন্য হুড়োহুড়ির পর পদপিষ্ট হয়ে দুই ছাত্র মারা যান, ২৩ জন আহত হন। মার্চেই ক্যাশ-গিফট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়। সেই অর্থ মানুষ খাবার কেনার কাজে ব্যয় করতে পারতেন। সূত্র : বিবিসি, ডয়চে ভেলে

 


আরোও অন্যান্য খবর
Paris