পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পবা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় পবা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউএনও। তিনি পবা উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি কাজি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল মাহাবুব, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব ও জাহিদ হাসান পলাশ, যুগ্ম সম্পাদক মেসবাহউল আলম দিনার, অর্থ সম্পাদক অসিত কুমার, প্রচার সম্পাদক মাহাবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সবুজ ইসলাম, নির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন, মো. ইউসুফ চৌধুরী ও মো. জিয়াউল হক জিয়া।