রাজশাহীর বাঘা উপজেলার তেথুঁলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের মাঠ ভাড়া নিয়ে আখ ক্রয় করা হচ্ছে। এতে কলেজের মাঠে খেলাধুলা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী। জানা গেছে, রাজশাহীর হরিয়ান সুগার মিল কর্তৃপক্ষ তেথুঁলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের মাঠ গত ২৮ নভেম্বর থেকে ৪০ দিনের জন্য ভাড়া নিয়েছেন। তারা পুরো মাঠে ক্রয় করা আখ রেখেছেন। ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বজ্ঞিত হচ্ছে। এ বিষয়ে তেথুলিয়া গ্রামের তানভীর আল ইসলাম ও মতিউর রহমান বলেন, খেলার মাঠে আখ ক্রয় কেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ছেলে-মেয়েদের খেলাধুলার সমস্যা হচ্ছে। বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের ও কলেজ শিক্ষক নবাব আলী বলেন, তেথুঁলিয়ায় আখ ক্রয় কেন্দ্রে প্রতিদিন অধিক পরিমানে আখ কিনে কলেজ মাঠে রাখা হচ্ছে। এছাড়া সুগার মিলের ট্রলি সড়কের উপর রাখায় প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। রাস্তার উপর ট্রলি রাখার কারনে আমি নিজে গত শনিবার রাতে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফেরার সময়ে দূর্ঘটনার শিকার হয়েছি। দুইদিন আগে পল্লী চিকিৎসক মান্নান ও তার স্ত্রী দূর্ঘটনার শিক্ষা হয়েছেন। এর তিনদিন আগে এক ভ্যান চালক আহত হয়েছেন। সার্বক্ষনিক কলেজের সামনে দিয়ে আখ পরিবহন গাড়ীর যাতায়াতের কারণে বিদ্যালয়গামী ছোট ছোট বাচ্চাদের নিয়ে অভিভাবকরা খুব আতঙ্কে রয়েছে। আখ ক্রয় কেন্দ্রটি অন্যস্থানে স্থানান্তর করার দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে তেথুঁলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক সদও বলেন, সুগার মিল কর্তৃপক্ষ আখ ক্রয়ের কোন স্থান না পাওয়ায় জনস্বার্থে কলেজের মাঠটি বরাদ্দ দেয়া দেওয়া হয়েছে। এজন্য তারা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা দিবেন বলে জানিয়েছেন। তেথুঁলিয়া আখ ক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিআইসি) হাসিনুর রহমান বলেন, আখ ক্রয় সাময়িক বন্ধ রেখে কেনা আখগুলো তুলে নেওয়া হচ্ছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেন। সে মোতাবেক কাজ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাম্মী আক্তার বলেন, বিভিন্ন মাধ্যমে জানার পরে আখ ক্রয়কেন্দ্রটি সরিয়ে নিতে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছি।-এফএনএস