সোমবার

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

চারঘাটে ৩ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

Paris
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

চারঘাট প্রতিনিধি : পরিবেশ অধিদফতর, জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর অপরাধে রাজশাহীর চারঘাট উপজেলার তিন ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ইউসুফপুর ও শলুয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলার পরিদর্শক নীল রতন সরকার।
জানা যায়, ইউসুফপুর ইউনিয়নের মেসার্স এম জেড বি ব্রিকসকে দুই লাখ টাকা এবং শলুয়া ইউনিয়নের মেসার্স একতা ব্রিকসকে ৫০ হাজার টাকা ও মেসার্স এম এন্ড এন ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলার সহকারী পরিচালক মোঃ কবির হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন (সংশোধন) আইন ২০১৯ মোতাবেক তিনটি ভাটাকে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি ঋঅখ-এ ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, তারা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই কাঠ পুড়িয়ে ইটভাটা পরিচালনা করে আসছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris