দুর্গাপুর থেকে প্রতিনিধি : রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর)আসনের বিএনপির সাবেক এমপি প্রয়াত নেতা এ্যাডভোকেট নাদিম মোস্তফার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল দেখা গেছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার ধানহাটা মাঠে দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামারুজ্জামান আয়নাল সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত এ্যাড, নাদিম মোস্তফার সহধর্মীনি ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, এ্যাড. নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, প্রয়াত এ্যাড, নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা। দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চলনায় দোয়া ও মিলাদ মাহফিলে রাজশাহী জেলা ও দুর্গাপুর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, দুর্গাপুর উপজেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, জেলা, উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদল, স্বে”ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এ্যাডভোকেট নাদিম মোস্তফার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, দু:সময়ে ত্যাগী নেতার দৃষ্টান্ত হয়ে আমাদের মাঝে চিরজীবী হয়ে বেঁচে থাকবে নাদিম মোস্তফা। অনুষ্ঠানে এ্যাডভোকেট নাদিম মোস্তফার সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। শেষে মরহুম প্রয়াত এমপি নাদিম মোস্তফার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।