শুক্রবার

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আগের চেয়ে অনেক ভালো আছেন খালেদা জিয়া, ফিরবেন ঈদ করেই ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয় : জাতিসংঘ কৃষকের গলার কাঁটা উৎপাদিত আলু! ‘নতুন বাংলাদেশের’ সঙ্গে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ বিএনপি’র উদারতায় জামায়াতে ইসলামী এদেশে রাজনীতির সুযোগ পায় : রিজভী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু বিক্ষোভকারীদের দমাতে প্রাণঘাতি বলপ্রয়োগের নির্দেশ দেয় সরকার : জাতিসংঘের প্রতিবেদন পত্নীতলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নায়নে গরু বিতরণ

রাজশাহীর সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। তিনটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শিক্ষা অফিসার মিজানুর রহমান। মোট বারোটি স্টলে স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনীর প্রদর্শণ করেন। থানা শিক্ষা অফিসার ও অভিভাবকরা প্রতিটি স্টল ঘুরে দেখেন। শিক্ষার্থীরা উক্ত বিজ্ঞান মেলাতে উপস্থাপন করেন নিজেদের তৈরি গ্রীণ হাউজ প্রজেক্ট, সৌর প্যানেল, উইন্ডমিল, নবায়নযোগ্য শক্তিসম্পন্ন আধুনিক গ্রাম, ভূমিকম্পের অ্যাল্যার্ম যন্ত্র, কৃষিতে রোবটিক্সের ব্যবহারসহ বিজ্ঞানভিত্তিক নানা কৌশল ও ব্যবহার্য জিনিসপত্র। বিজ্ঞান ভিত্তিক লেখাপড়ার কৌশলও এখানে উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনে অবস্থিত সিটি আইডিয়াল স্কুলের সার্বিক তত্বাবধানে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মিজানুর রহমান মিজান বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ছাড়াও এতে অংশ নিয়েছিল শিক্ষা স্কুল এন্ড কলেজ ও সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান ছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম ও সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও অভিভাবকগণ। মেলাটি সকলের জন্যই ছিল উন্মুক্ত। সাধারণ ও পাঠ্যপুস্তক সম্পর্কীত জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের মনোস্তাত্ত্বিক ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানের প্রসার ঘটানোর অভিপ্রায় নিয়ে প্রতিবছর এই ধরনের আয়োজন করে থাকে সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজ বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিজানুর রহমান।

 


আরোও অন্যান্য খবর
Paris