বুধবার

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ করতে গিয়ে পর্ন দেখায় ব্যস্ত উত্তর কোরিয়ার সেনারা!

Paris
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন বিভিন্ন সময় সংবাদের শিরোনামে উঠে আসেন। কখনো হুমকি ধামকি তো কখনো পারমানবিক পরীক্ষা, শত্র দেশদের বেশ আতঙ্কের উপরেই রাখেন কিম। তবে এবার তার দেশের সেনারা জায়গা করে নিলেন খবরের শিরোনামে, সেটিও অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে! যুদ্ধ করতে গিয়ে পর্ন দেখায় ব্যস্ত উত্তর কোরিয়ার সেনারা। সম্প্রতি এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মার্কা ডটকমের প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মস্কোকে সাহায্য করতে ভ্লাদিমির পুতিনের দেশে রয়েছেন উত্তর কোরিয়ার কয়েক হাজার সেনা। রাশিয়ায় তারা যতখুশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর এই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েই নাকি নীল সিনেমায় বুঁদ হয়ে গেছেন কিম জং উনের সেনারা। ব্রিটেনের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক গিডেন ব্যাচম্যানের এক টুইট ঘিরে বিষয়টি নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। এক্স হ্যান্ডলে ব্রিটিশ সাংবাদিক ব্যাচম্যান লিখেছেন, “বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, রাশিয়ায় মোতায়েন উত্তর কোরিয়ার সেনা আগে কখনও যথেচ্ছ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়নি। ফলে সেই সুযোগ পেয়ে নীল সিনেমায় বুঁদ হয়ে পড়েছে তারা।” ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুতিনকে সাহায্যের হাত বাড়িয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রায় হাজার সাতেক সেনা এখন রাশিয়ায় রয়েছেন। তাদের ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে। তাদের কাছে একে-১২ আগ্নেয়াস্ত্র রয়েছে। দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার পাঁচটি জায়গায় তাদের প্রশিক্ষণও দেওয়া হয় বলে জানা গেছে। এদিকে, রাশিয়ায় আসার পর যতখুশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন কিমের দেশের সেনারা। এই প্রথম ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েই পর্ন সিনেমায় বুঁদ হয়েছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। আমেরিকায় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল চার্লি ডিয়েটকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই নিয়ে তার কাছে তথ্য নেই। এর জবাব ভাল দিতে পারবে মস্কো। ইউক্রেনকে সমর্থন এবং এই অঞ্চলে নিরাপত্তা নিয়ে তারা বেশি করে ভাবছেন বলে জানালেন লেফটেন্যান্ট কর্নেল।
-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris