বুধবার

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফজয়ী বাংলাদেশ দলকে বিসিবির পুরস্কার ঘোষণা

Paris
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এই সাফল্যে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমরা আমাদের নারী ফুটবল দলকে নিয়ে দারুন গর্বিত। পুরো দেশের ক্রীড়াঙ্গনের সাথে বিসিবিও এই উদযাপনে যোগ দিচ্ছে। তাদের এই জয় দেশের সকল ক্রীড়াবিদকে উদ্দীপনা যোগাচ্ছে। একইসাথে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন উইংকেও অভিনন্দন জানাতে চাই।’ বিসিবি সভাপতি আরো বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক জয় পুরো দেশের সকল নারী ক্রীড়াবিদেদের মধ্যে আগ্রহ ও সহযোগিতা বৃদ্ধি করবে।’ দুই বছর আগেও এই নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশের মেয়েরা। তখন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। সেসময় বিসিবি নারী দলকে ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জয় করে বাংলাদেশ।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris