বুধবার

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরতে ধরতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

Paris
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি আ.লীগ নেতা মিন্টু রহমানকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে ছয় পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ, কনস্টেবল মানিক, আবদুর রব ও শামিম হায়দার। আহত আপর দুই পুলিশ সদস্য একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ায় তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ছয় সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় মারধরে তিনিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসতিয়াক আহমেদ জানান, পুলিশ সদস্যরা রাত সাড়ে ৭টার দিকে এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে চারজনের নাম পুলিশ কেইসের খাতায় লিখা রয়েছে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান করছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদের মুঠোফোনে কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris