স্টাফ রিপোর্টার, সাবাইহাট : রাজশাহীর বাগমারায় এবার ৬৩ টি মন্ডপে পূজা-অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখের পরিবেশে পূণ্যার্থীরা দেবী দুর্গার আরাধনা করছেন। ভবানীগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি রূপ কুমার দাস জানিয়েছেন, আমাদের উৎসবের কোন কমতি নাই। সালজোড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ মন্ডল জানান, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামপ্রদায়িক সম্পীতি বজায় রেখে পূজা করছি।
বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের স়ভাপতি প্রদীপ কুমার সিংহ পূজামন্ডপ কম হওয়ার কারণ দ্রব্য মূলের ঊর্ধ্বগতি ও কারিগর সল্পতা বলে জানিয়েছেন। উল্লখ্য গত বছর উপজেলায় ৮৭ টি মন্দিরে সারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। জানা গেছে, এবার দেবী দুর্গার আগমন দোলায় চড়ে গমন করবেন ঘোটকে। অপর দিকে মহা সপ্তমীর দিন বৃহস্পতিবার দ্বিপ্রহরের সময় দুর্গাপূজার উৎপত্তিস্থল রাজা কংস নারায়ণের স্মৃতি বিজড়িত তাহেরপুর গোবিন্দ মন্দির পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী মনোজ কুমার।