স্টাফ রিপোর্টার : মফস্বল সাংবাদিতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০২৪’ এর জন্য মনোনীত হয়েছেন দেশের উত্তর জনপদ থেকে প্রকাশিত পাঠক নন্দিত পত্রিকা দৈনিক আমাদের রাজশাহী’র স্টাফ রিপোর্টার মোবারক হোসেন শিশির। দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামরে দিনমজুর বেলাল হোসেন ২০২২ সালের জুলাই মাসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসক অপারেশন করতে হবে জানালে বেলালের স্ত্রী নিলুফা বেগম অর্থাভাবে অপারেশন করতে পারবেনা বললে তাদেরকে হাসপাতাল থেকে রিলিজি করে দেয়।
হাসপাতাল থেকে বাড়ীতে ফিরে এসে গ্রামের লোকজনের কাছে সাহায্য চেয়ে কিছু অর্থ যোগাড় করলেও আরো দেড়লক্ষটাকা প্রয়োজন হয়। এরপর স্বামীকে চিকিৎসা করতে ”বীজ” নামক এনজিও থেকে নিলুফা বেগম ঋন নিয়ে স্বামীকে অপারেশন করান। অপারেশনের পর স্বামীকে বাসায় রেখে স্ত্রী নিলুফা বেগম সাত মাস বয়সী নবজাতক সন্তানকে নিয়েই দিনমজুরির কাজ শুরু করেন। দিনমজুরি করে ও একাবাসীর সহযোগীতার এনজিও কিস্তি ও স্বামীর ঔষধ ও পরিবারের খরচ চালাতেন। সেময় মহামারী করোনাকালীন সময়ে মেয়ে হয়ে ঠিকমতো কাজ করতে না পেরে দুই এনজিও কিস্তি দিতে না পারায় নিলুফার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। অর্থসংকটে মামলায় হাজিরা দিতে না পারায় নিলুফার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।
গত ২০২১ সারের ২৪ জানুয়ারী দুর্গাপুর থানা পুলিশ নিলুফা বেগকে ১বছরের সন্তান সহ গ্রেফতার। এই বিষয়ে দুর্গাপুরস্থ স্টাফ রিপোর্টার মোবারক হোসেন শিশির দৈনিক আমাদের রাজশাহী পত্রিকায় সংবাদটি পাঠালে পত্রিকার সম্পাদক মহোদয় সংবাদটি অত্যান্ত গুরুত্ব সহকারে ২৬জানুয়ারী প্রথম পাতায় “দুর্গাপুরে কিস্তি দিতে না পারায় ১বছরের শিশুসন্তানসহ মা কারাগারে” শিরোনামে প্রধান খবর হিসেবে প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর জেলা উপজেলা প্রশাসন সহ সর্বমহলে আলোচনা সমালোচনার সৃষ্টিহয়। তৎকালীন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের সচিব মহোদয়ের (একান্ত সচিব) িিসনিয়র সহকারী সচিব মহসীন মৃধার হস্তক্ষেপে নিলুফা বেগম ২৭ জানুয়ারী জামিনে মুক্তিপান। সংবাদটি পরে বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখার উচ্চপদস্ত কর্মকর্তাগন তৎকালীন নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে দুইদিনপর ২৯ জানুয়ারী দুর্গাপুরে নির্বাহী অফিসারের সাথে সাক্ষাত করে জানান, ঋনগ্রস্থ নিলুফার ঋনের সমুদয় টাকা পরিশোধ ও তাদের কিছু সহযোগী করতে চান। নির্বাহী অফিসার মহসীন মৃধা মহোদয় ঋনগ্রস্থ পরিবার, এনজিও’র ম্যানেজার ও উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবেদককে তার দপ্তরে আমন্ত্রন জানান। পরে এনজি’র ম্যানেজারের হাতে নিলুফা বেগম ও তার পরিবারের উপস্থিতিতে ঋনের সমুদয় টাকা তুলে দেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর যুগ্ন পরিচালক মোহাম্মদ সলিমুল্লাহ ও বাংলাদেশ ব্যাংক প্রধান শাখার মেইন্টিন্যান্স ইঞ্জিনিয়ার (ডিডি) জাহিদুল ইসলাম জাহিদ।
পরে ঋনমুক্ত নিলুফার বাড়ী মাড়িয়া গ্রামে কর্মকর্তাবৃন্দরা গিয়ে তাদের কিছু শুকনা খাবার ও বস্ত্র সহ পরিবার পরিচালনার জন্য আর্থিক সহযোগীতা করেন। উক্ত ঘটনার সংবাদ তুলেধরার জন্য একটি ঋনগ্রস্থ পরিবার ঋনথেকে মুক্তিলাভ করায় মফস্বল সাংবাদিতার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড স্বন্মাননা দেওয়ার জন্য মনোনীত করেছেন সার্ক কালচারাল কাউন্সিল। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার রাজধানীর বিজয়নগর থ্রী-স্টার হোটেল অরনেট-এ বিশ^ পর্যটন দিবসের আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।