স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরে লালপুরে তা’লিমুল কুরআন আয়েশা বালিকা মাদ্রাসা ও বাড়ীর আসবাবপত্র ভাঙচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা। লালপুর সদরে বালিতিতা ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যর্থনার পরের দিন ওই মাদ্রাসা ভাঙচুর সহ জাবেদ আলীর বাড়ীর আসবাবপত্র ভাংচুরসহ স্বর্ণের গহনা ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় উভয় পক্ষ থানায় ও আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। সরজমিনে গিয়ে মাদ্রাসাসহ বাড়ীর আসবাবপত্র ভাঙচুর দেখা গেছে। মতামত, মামলার বাদী হাফিজা বেগম বলেন, জুলু ও ইমরান সহ বেশ কয়েকজন যুবক মাদ্রাসা ভাংচুর করে এসে আমাদের বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণের গহনা সহ টাকা লুটপাট করে নিয়ে গেছে। তিনি দোষীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর মাদ্রাসার শিক্ষকীকা রিমা বেগম বলেন,বাচ্চারা আরবি ও কুরআন শরীফ পড়ছিল। তিনি আরো বলেন, মাদ্রাসা ভাংচুরের সময় বাচ্চারা ভয় পেয়ে আতংকিত হয়ে যায়। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, এক পক্ষ থানায় এবং অপর পক্ষ আদালতে মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, এঘটনায় আদালতে ৬ জন হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে।