বৃহস্পতিবার

১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা বিচারকের অভাবে কাটছে না লাখ লাখ মামলার জট পবার ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা নওগাঁর এক ভূমি সহকারী কর্মকর্তা গড়েছেন কয়েক কোটির টাকার সম্পদ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের ৬৫ বছর বিবেচনার অনুরোধ মন্ত্রিপরিষদ বিভাগের নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে মনোনীত হয়েছেন সাংবাদিক শিশির বাংলাদেশকে বাড়তি ২ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলো বিশ্বব্যাংক ক্ষমতাপালা বদলের জন্য গণঅভ্যুত্থানে আসেনি : আসিফ দশবছর এমপি গিরিতে’ই ৫০০ কোটি টাকার মালিক সাবেক প্রতিমন্ত্রী দারা! শোভাযাত্রায় রাজশাহী বিভাগীয় সমাবেশ বিএনপি’র

ফেমাস টুর এ্যান্ড ট্রাভেলস’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Paris
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার জয়রামপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র সেলিম আহম্মেদ (৫২) ও শামিম আহম্মেদ শ্যাম বাবু(৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া কুমারপাড়া গ্রামের মৃত সুজা উদ্দিনের পুত্র আমির হোসেন(৪৬) এই তিনজন সিন্ডিকেট করে একাধিক ব্যক্তিকে বিদেশ পাঠানোর নামে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। এঘটনায় তানোরের মুন্ডুমালা পৌর এলাকার জগদ্বিশপুর মহল্লার৷ পিউস কিস্কুর পুত্র ইউলিয়াম কিস্কু (৩০) বাদি হয়ে তিন জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ আমলী আদালতে মামলা করেছেন। যাহার মামলা নম্বর-৭৬৮/২০২৩। এদিকে মামলার পর তারা গা-ঢাকা দিয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ফেমাস ট্রুর এ্যান্ড ট্রাভেলস, চাঁপাইনবাবগঞ্জ শাখার জিএম সেলিম আহম্মেদ ও এমডি শামিম আহম্মেদ শ্যাম বাবু তাদের নিয়োগকৃত দালাল আমির হোসেনের মাধ্যমে বিদেশ পাঠানোর নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ৩ নম্বর আসামির প্ররোচনায় ১ ও ২ নম্বর আসামির কথামত বাদিকে ফিজি রাষ্ট্রে পাঠানোর প্রলোবন দিয়ে টাকা হাতিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জের নিমতলা ফকিরপাড়া ফেমাস টুর এ্যান্ড ট্রাভেলস-এর কার্যালয়ে এসব টাকা লেনদেন করা হয়। ফেমাস টুর ট্রাভেলস এর ০০৬ নম্বর রশিদে ৩,৫০,০০০ টাকা, ০১৫ নম্বর রশিদে ১,৩০,০০০ টাকা, ০১৩ নম্বর রশিদে ৩,৫০,০০০,০০৪ নম্বর রশিদে ২,৫০,০০০ টাকা, ০১৩ রমিদ নম্বরে ২,৫০,০০০ টাকা, ০০৫ নম্বর রশিদে ৩,৪৫,০০০ টাকা, ০০১ নম্বর রশিদে ৩,৩৯,০০০ টাকা,০০২ নম্বর রশিদে ৩,২০,০০০ টাকা, ০১১ নম্বর রশিদে ৩,৫০,০০০ টাকা, ০০৭ নম্বর রশিদে ৩,৫০,০০০ টাকা ০০৩ নম্বর রশিদে ৩,৫০,০০০ টাকা, ০০৯ নম্বর রশিদে ১,১০,০০০ টাকা এবং ০১৪ নম্বর রশিদে ৩,৪৫,০০০ টাকা। এসব ব্যক্তিদের (ফিজি) বিদেশ পাঠানোর নামে ‘ফেমাস টুর এন্ড ট্রাভেলস’ সর্বমোট ৪১ লাখ ৯৯, হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্ত্ত টাকা হাতিয়ে নেয়ার পর থেকে তার গা-ঢাকা দিয়েছে। এদিকে শ্রমজীবী এসব মানুষ তাদের কস্টার্জিত অর্থ প্রতারকদের হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে। এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মামলার আসামিদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris