বৃহস্পতিবার

১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা বিচারকের অভাবে কাটছে না লাখ লাখ মামলার জট পবার ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা নওগাঁর এক ভূমি সহকারী কর্মকর্তা গড়েছেন কয়েক কোটির টাকার সম্পদ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের ৬৫ বছর বিবেচনার অনুরোধ মন্ত্রিপরিষদ বিভাগের নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে মনোনীত হয়েছেন সাংবাদিক শিশির বাংলাদেশকে বাড়তি ২ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলো বিশ্বব্যাংক ক্ষমতাপালা বদলের জন্য গণঅভ্যুত্থানে আসেনি : আসিফ দশবছর এমপি গিরিতে’ই ৫০০ কোটি টাকার মালিক সাবেক প্রতিমন্ত্রী দারা! শোভাযাত্রায় রাজশাহী বিভাগীয় সমাবেশ বিএনপি’র

নাটোরে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

Paris
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি হামলায় আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামে এ ঘটনা ঘটে। নাটোর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত আওয়ামী লীগ কর্মী রমজান আলী জানান, দুপুরে বিএনপির কিছু নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে এসে তাদের বাড়িতে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে তিনিসহ চারজন আহত হন। গুরুতর আহত রবিউল, রমজান ও রাজ্জাক নামের তিনজনকে রাজশাহী মেডিকেলে পাাঠানো হয়েছে। তিনি বলেন, এলাকায় কারও সঙ্গে তাদের বিরোধ নেই। আওয়ামী লীগ করেন এটাই অপরাধ। তবে স্থানীয় বিএনপি নেতা মুক্তা ভাষ্যমতে, গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির কিছু ছেলের সঙ্গে আওয়ামী লীগ কর্মী রমজানের ছেলের বাগবিতণ্ডা হয়। বিষয়টি তাকে জানানো হলে তিনি সবাইকে শান্ত হতে বলেন। বলা হয় গতকাল শুক্রবার সকালে স্থানীয়ভাবে এর সমাধান হবে। তবে সকালে না বসে জুমার নামাজের পর বসে সমাধানের কথা বলা হয়। এরপর তারা নামাজ পড়তে মসজিদের দিকে গেলে রমজানের বাড়ির সামনে আওয়ামী লীগের একদল কর্মী তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপিকর্মী শহিদুল, ইলিয়াস, নাজিম আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখনো তিনি অভিযোগ পাননি। তবে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris