সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য-সহায়তা দেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহ-উদ্যোগকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানান। আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবে অর্থ সহায়তা পাঠাতে পারবেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়। হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩। এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণকাজে ব্যয় করা হয়। সহায়তার অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলেও জানান তিনি।
বন্যা পরিস্থিতিতে সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল: দেশের আকস্মিক বন্যা পরিস্থিতিতে সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন করেছে। জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদ সেলের প্রতিদিনের কার্যক্রম তত্ত্বাবধান করবেন। গতকাল শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান। ‘দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’-এ জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২- ৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪ ও ০২-৪৭১১৮৭০৫ এবং মোবাইল নম্বর: ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪। সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ বন্যাদুর্গত এলাকা থেকে পাওয়া তথ্যগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে এবং সার্বক্ষণিক ফলোআপ করবে বলে জানানো হয়।-এফএনএস