শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে ফানু (৪৫) এবং একই এলাকার হেরাস আলীর ছেলে আবদুর রাজ্জাক খুদু (৪৬)। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, সোনাপুর এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ফানু ও খুদু মারা যান। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।