শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের তৎকালীন নিরাপত্তা কর্মকর্তা মফিজ উদ্দিনকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন তার পরিবার। পরিবারের দাবি ১০ বছর পূর্বে র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে মফিজ উদ্দিনের স্ত্রী লাইলী বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে এই অভিযোগ এনে মফিজ উদ্দিনকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, মফিজ উদ্দিনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ভাই হাফিজুর রহমান ও আব্দুর রহমানসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাধারণ পোশাকে থাকা র্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা মফিজ উদ্দিনসহ পাঁচজনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তোলেন। পরে র্যাবের দুটি পিকআপ মাইক্রোবাসটিকে পাহারা দিয়ে নিয়ে যায়। পরদিন মফিজ ছাড়া বাকি চারজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মফিজ উদ্দিনের স্ত্রী লাইলী বেগম তার স্বামীকে জীবিত ফিরে পেতে বর্তমান সরকারের কাছে সহযোগিতা চান।