বৃহস্পতিবার

১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা বিচারকের অভাবে কাটছে না লাখ লাখ মামলার জট পবার ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা নওগাঁর এক ভূমি সহকারী কর্মকর্তা গড়েছেন কয়েক কোটির টাকার সম্পদ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের ৬৫ বছর বিবেচনার অনুরোধ মন্ত্রিপরিষদ বিভাগের নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে মনোনীত হয়েছেন সাংবাদিক শিশির বাংলাদেশকে বাড়তি ২ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলো বিশ্বব্যাংক ক্ষমতাপালা বদলের জন্য গণঅভ্যুত্থানে আসেনি : আসিফ দশবছর এমপি গিরিতে’ই ৫০০ কোটি টাকার মালিক সাবেক প্রতিমন্ত্রী দারা! শোভাযাত্রায় রাজশাহী বিভাগীয় সমাবেশ বিএনপি’র

বাগমারায় রাস্তার ইট তুলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Paris
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামে প্রশস্থ ইটসোলিং রাস্তার ইট তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় (১৬ আগস্ট) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজা খাতুন, রা: বি: শিক্ষার্থী রাসেল, কলেজ শিক্ষার্থী রবিউল ইসলাম ও গ্রামবাসী সোহেল রানা প্রমুখ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, প্রায় এক শত বছরের পুরানো রাস্তায়, গত ১০ আগস্ট ইট তুলে, বাঁশের বেড়া, গাছ লাগানো, এবং রাস্তা সরু করে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। যার কারণে মাইক্রো, পিকআপ, মিনি ট্রাক চলাচল করতে পারছে না। ফলে তাদের বিভিন্ন মালামাল, পুকুরের মাছ, কৃষিজাত পণ্য বাজারজাত করতে পারছেন না। সে কারণে সব শ্রেণির লোকজন মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
অভিযুক্তরা হলেন একই গ্রামের আমির উদ্দীনের প্রভাবশালী পুত্র ফিরোজুল ইসলাম রাজু , এবং শাহজালাল রানা। অভিযুক্ত ফিরোজুল ইসলাম রাজু, শাহজালাল রানা জানান, রাস্তার নামে কিছু ব্যক্তি আমাদের জমি দখলের চেষ্টা করছে। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris