স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের মালিকেরা সিন্ডিকেট করে শিক্ষার্থীদের কাছ থেকে গলাকাটা ফি আদায় করছেন। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে গোটা শিক্ষাব্যবস্থা। এর ফলে সাধারণ দরিদ্র মানুষের সন্তানেরা সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় শিক্ষা নিয়ে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের বাণিজ্য বন্ধ করা জরুরি। তারা সহনীয় পর্যায়ে ফি নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী মো. জোবায়ের, মো. আব্দুল্লাহ ফিদা, সামিউল রয়েল, মো. আবু হুরায়রা, মো. রিয়াদ, মো. শাহাদাত প্রমুখ।