স্টাফ রিপোর্টার : নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে রাজশাহীতে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী প্রকৌশল বিশ^বিদ্যালয় (রুয়েট) এর সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিভাবক রোজি খন্দকার, মামুনুর রশিদ, মাহাবুবুল আলম, সায়মন ইসলাম ড. সোহেল ইসলাম, সানজিদা সুলতানা. তাহমিনা আজিজ, রাজিয়া সুলতানা, আব্দুল হাকিম, মোতাহার হোসেন, শিক্ষার্থী সারা এ্যানজেলিন, ইসরাত জাহান, তানিসা খন্দকার, ইউসুফ ও তাসকিয়া রহমানসহ অভিভাবক ও শিক্ষার্থী মিলে শতাধিক উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, নতুন কারিকুলাম শিক্ষার্থীদের জন্য আত্মঘাতী একটি বিষয়। বিশেষ করে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আরো আত্মঘাতী। তারা আরো বলেন, সাবেক আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নেই কোন পরীক্ষা। দেখে দেখে লিখে তারা পরীক্ষা দেবে। এখানে নেই কোন পাস ফেল। এভাবে চলতে থাকলে দেশ মেধাশূন্য হয়ে পরবে। আর এটাই ছিলো বিগত সরকারের মূল লক্ষ। তারা বলেন, নতুন কারিকুলাম শিক্ষকরাই ভালভাবে বুঝতে পারেন না। এ অবস্থা শিক্ষক ও অভিভাবকরা কিভাবে তার সন্তানদের শেখাবেন বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব শেষ হয়ে গেছে। এখন তারা গতানুগতিক হয়ে গেছে। কারন যেকোন ভাবে ভাল নম্বর নিয়ে পাস করলেই ভাল কলেজে ভর্তি হওয়া যায়। কিন্তু এভাবে আর চলতে দেয়া যায়না। এখন একটাই দাবী পুরাতন কারিকুলাম চালু করা। তারা পাঁচ ঘন্টা পরীক্ষা চান না। তারা বছরে দুইটি পারীক্ষা চান। সেইসাথে ২০২২-২৩ সালের কারিকুলাম চালু করার জোর দাবী জানান। আর এ বিষয়ে অন্তবর্তীবালীন সরকার নিশ্চই ব্যবস্থা নেবেন বলে আশাব্যাক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা।