জাতীয় দলের বর্তমান ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ী বনে গিয়েছেন তিনি। নাম লিখিয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে। মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্যও হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বড় মুখ ছিলেন তিনি। কিন্তু ২১১ দিন পরে সেটি বিলুপ্ত হয়ে গেছে। কানাডায় বসে নিজের পদ-পদবি হারানোর খবর শুনেছেন। দেশে যখন শত শত মানুষকে হত্যা করা হয়েছে, তখন প্রায় সব ক্রিকেটার কথা বললেও সাকিব ছিলেন নিশ্চুপ। তার মতো চুপ ছিলেন আরেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে মাশরাফি গা ঢাকা দিয়েছেন। এ দিকে সাকিবের দেশে ফেরা নিয়েও রয়েছে সংশয়। বিক্ষুব্ধ জনতার চোখ রাঙানি মেনে নিয়ে দেশে ফিরবেন কিনা, সেটি এখনও জানা যায়নি। গত বুধবার এই বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেছেন, ‘সাকিবের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। ওঁর ১৩ আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট জাতীয় এই আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি করার কথা। তার আরো দুই-তিনটা খেলা রয়েছে। তার সঙ্গে যোগাযোগ করব এবং তার পরিকল্পনা জানার চেষ্টা করব। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে। যেহেতু তার ১২ আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা।’ নাফিস আরও বলেছেন, ‘নির্বাচক দল এখনো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা করেনি। তার আগে একটা প্রশ্ন হচ্ছে সাকিব অ্যাভেলেবল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয়, সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি।’-এফএনএস