বৃহস্পতিবার

১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা বিচারকের অভাবে কাটছে না লাখ লাখ মামলার জট পবার ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা নওগাঁর এক ভূমি সহকারী কর্মকর্তা গড়েছেন কয়েক কোটির টাকার সম্পদ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের ৬৫ বছর বিবেচনার অনুরোধ মন্ত্রিপরিষদ বিভাগের নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড প্রাপ্তিতে মনোনীত হয়েছেন সাংবাদিক শিশির বাংলাদেশকে বাড়তি ২ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলো বিশ্বব্যাংক ক্ষমতাপালা বদলের জন্য গণঅভ্যুত্থানে আসেনি : আসিফ দশবছর এমপি গিরিতে’ই ৫০০ কোটি টাকার মালিক সাবেক প্রতিমন্ত্রী দারা! শোভাযাত্রায় রাজশাহী বিভাগীয় সমাবেশ বিএনপি’র

বিলসূতী বিল উন্মুক্তের দাবিতে মৎস্যজীবীদের

Paris
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় প্রভাবশালী দখলদার সন্ত্রাসীদের কবল থেকে বিলসূতি বিল উন্মুক্তের দাবিতে মৎস্যজীবী ও জমির মালিকরা মানববন্ধন করেছে। দীর্ঘ দিন ধরে স্থানীয় মৎস্যজীবী ওই বিলে মৎস্য আহারণ করে জীবন যাপন করে। সম্প্রতি বিলটি স্বার্থন্বেশী মহল ইজারা নেয়ার নামে পুরা বিলটি দখল নিয়ে বিলের ধারের মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা প্রদান করে আসছে। মাছ ধরতে গেলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। এ থেকে বাঁচতে বৃহস্পতিবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিলের ধারের কার্ডধারী শত শত মৎস্যজীবী ও জমির মালিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা যায়, উপজেলার দ্বীপপুর ও বড়বিহানালী ইউনিয়নের মাঝে বিলসূতি বিলের অবস্থান। বিলে প্রায় ৮ শতাধিক বিঘা জমি খাস থাকলেও অন্য জমি কৃষকদের মালিকানা রয়েছে। খাস জমি থাকায় ইজারা নিয়ে প্রকৃত মৎস্যজীবীরা প্রতিবারে মাছ দেয়। কিন্তু এবারে দ্বীপপুর আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির নামে স্থানীয় মাষ্টার সেলিম রেজা, মাষ্টার ফজলুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, রেজাউল করিম, কামাল হোসেনসহ স্থানীয় প্রভাবশালী ও চাকুরীজীবীরা লিজ নেয়ার নামে পুরা বিল দখল নিয়েছে। সরকারী কার্ডধারী মৎস্যজীবী আব্দুর রাজ্জাক, সৈয়দ আলী প্রামানিক, বাচ্চু প্রামানিক, মাসুদ রানাসহ অনেকে জানান, যুগ যুগ ধরে বিলে মাছ ধরে এলাকার জেলে পরিবার জীবিকা নির্বাহ করছেন।
প্রভাবশালীরা বিল লিজ নেয়ার নামে বিলটিতে মাছ ধরতে দিচ্ছে না। এতে মাছ শিকার বন্ধ হওয়ায় জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। দ্বীপপুর গ্রামের বিলের জমির মালিক ইমরান হোসেন, জাহেদুর রহমান, লুৎফর রহমান, সাগর আলী, ফজের উদ্দিন, সামুর রহমান, ফেরদৌস শাহ, সৈয়দ আলীসহ বেশ কয়েকজন কৃষক জানান, বিলের ৫শত বিঘার মত খাশ থাকলেও প্রভাবশালী ও স্বার্থান্বেশীমহল পুরা বিশাল বিলটি দখলদারি করছে। বিলটি কৌশল করে লিজ নেয়ার বিষয় অভিযোগ করেছেন তারা। অবিলম্বে বিলটি উন্মুক্ত করে জেলেদের মাছ শিকারসহ এলাকার জনসাধারনকে পানি ব্যবহারের সুযোগ দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে বিলটির বিষয়ে প্রতিকার চেয়ে মৎস্যজীবীরা বিভিন্ন দপ্তরে আবেদন করায় তাদেরকে মামলা দিয়ে শায়েস্তা করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তভোগীরা। এ ব্যাপারে অভিযুক্ত প্রভাবশালী সেলিম রেজা ও তার সহযোগীদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris