স্পোর্টস রিপোর্টার : ইয়াং পেগাসাস ক্রিকেট ক্লাব সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত শেখ রাসেল দ্বিতীয় বিভাগ (উন্মুক্ত) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুক্রবার (২ আগষ্ট) অবিরাম বৃষ্টির কারনে অনুষ্টিত না হওয়ায় উভয় দলকে ১ পয়েন্ট করে দিয়েছে আয়োজনকারী কর্তৃপক্ষ। ফলে পয়েন্ট তালিকা অনুযায়ী ইয়াং পেগাসাস ক্রিকেট ক্লাব সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মুংলী বাবলু স্মৃতি সংঘ ৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছে। বিকেলে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী। টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ ফারুক উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট তারকা সানজামুল ইসলাম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও হকি সমিতির সদস্য সচিব মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন