জাতীয় দলের জার্সিতে আবার কবে ফিরবেন তামিম ইকবাল? আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে কি তিনি খেলবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য তাকে খেলার প্রস্তাব দিয়েছে। এখন উত্তরের অপেক্ষায় বিসিবি। জাতীয় দলের জার্সিতে গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন তামিম ইকবাল, সেটাও ওয়ানডে বিশ্বকাপের আগে। কিন্তু ফিটনেসজনিত কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে তাকে ছাড়াই দল ঘোষণা করে বিসিবি, অধিনায়ক হন সাকিব আল হাসান। ঘটনার ধারাবাহিকতায় বেশ বিতর্কও তৈরি হয়, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যকার দ্বন্দ্বও চরমে ওঠে। দুজন পাল্টাপাল্টি বক্তব্যও দেন। তবে গুঞ্জন আছে, চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর দিয়েই ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম। বিসিবিও তাকে খেলার প্রস্তাব দিয়েছে। এখন তামিমের সিদ্ধান্ত জানার অপেক্ষায় তারা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি, মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে জানিয়েছে তামিম। তামিম ওই জায়গাটা আমাদের জানাতে পারলে খুব ভালো হয়।-এফএনএস