কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হওয়া ব্যক্তিদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তাদের দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যান প্রধানমন্ত্রী। তিনি আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। আহতদের সুচিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সরকারপ্রধান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকালে এসব স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছিল। ক্ষয়ক্ষতির চিত্র দেখতে এসব স্থাপনা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। -এফএনএস