স্টাফ রিপোর্টার, লালপুর : অনান্য মেধাবী শিক্ষার্থীর মতোই লেখা পড়া করতে চাই নাটোর লালপুরের সুচনা খাতুন। সে উপজেলার গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের উচ্চ মাধ্যমিক ২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষে মানবিক বিভাগের ২য় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। সূচনা নিয়মিত কলেজে উপস্থিত থাকতো। কিন্তু গত তিন মাস যাবত তার দুটি কিডনি ৭৫ ভাগ অকেজো হয়ে রাজধানী ঢাকার সি,কে,ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার দুটি কিডনি পরিবর্তন করে জীবন বাঁচাতে প্রচুর অর্থের প্রয়োজন। সূচনার বাবা রবিউল ইসলাম নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মচারী হিসেবে দৈনিক হাজিরায় কাজ করে সংসারে খরচ চালাতে হিমশিম খেতে হয়। একমাত্র মেয়ের চিকিৎসার ব্যায় বহন করতে তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই মেয়ের সুচিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি সহায়তা চান তিনি।এ অবস্থায় সমাজের বিত্তবানরা এগিয়ে এলে একজন মেধাবী শিক্ষার্থীর জীবন বেঁচে যেতে পারে।সূচনার সাথে যোগাযোগ তার বাবা রবিউল ইসলাম মোবাইল নাম্বার-০১৭২৫২৪১৪৮৫, ০১৯২২৬১৫১০৭। বাসা-গ্যারেজে লাইন কলোনী, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড, গোপালপুর, লালপুর, নাটোর।