মঙ্গলবার

২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার সেরা একাদশে রিশাদ

Paris
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ লেগ স্পিনার রিশাদ হোসেন। পুরো টুর্নামেন্টেই নজর কাড়া রিশাদ সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন। যেখানে ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের শিকারের কীর্তি। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপের সেরা একাদশে সবচেয়ে বেশি স্থান পেয়েছেন ভারতের তিন ক্রিকেটার। রোহিত শর্মা ৭ ম্যাচে ১৫৫.৯৭ স্ট্রাইক রেটে ২৪৮ রান করে ওপেনার হিসাবে জায়গা পেয়েছেন। অলরাউন্ডার হিসেবে এই দলের রয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি ৭ ম্যাচে ১৪৯.৪৬ স্ট্রাইক রেটে ১৩৯ রান ও ৭.৭৭ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছেন। পান্ডিয়া বিবেচিত হয়েছেন ৬ নম্বর পজিশনে। বোলারদের মধ্যে ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা রয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে। ৭ ম্যাচে ৪.১২ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেছেন এই পেসার। ভারতের তিন ক্রিকেটারের বাইরে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার দুইজন ক্রিকেটার আছেন এই তালিকায়। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার একাদশে আছেন। সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৭ ম্যাচে ১৫৮.৩৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছেন। তিনি রোহিতের সাথে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন। তিন নম্বরের জন্য বিবেচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। ৭ ম্যাচে ১৪৬.১৫ স্ট্রাইক রেটে ২২৮ রান এসেছে ক্যারিবীয় এই ব্যাটারের ব্যাট থেকে। চারে সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ৬ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে ১৬২ রান করে নজর কেড়েছেন তিনি। পাঁচ নম্বরে জন্য বিবেচিত হয়েছেন অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ানো অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। ৭ ম্যাচে ১৬৪ স্ট্রাইক রেটে ১৬৯ রানের পাশাপাশি ৮.৮৮ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন তিনি। স্পিন আক্রমণে দুই লেগ স্পিনারকে রেখেছে ক্রিকেট ডটকম ডটএইউ। আফগানিস্তানের রাশিদ খানের পাশাপাশি আছেন বাংলাদেশের রিশাদ হোসেনও। এদিকে আফগান স্পিনার রশিদ খানকে অধিনায়ক হিসেবে মনোনিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পেস আক্রমণে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আফগানিস্তানের ফজলহক ফারুকি। প্রথমবার দলকে সেমিফাইনালে তুলতে দারুণ বোলিং করেছেন তিনি। ৮ ম্যাচে ৬.৩১ ইকোনমিতে তার শিকার ১৭ উইকেট। এছাড়া ভারতের জসপ্রীত বুমরা ছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকার আইনরিখ নর্কিয়া। ৮ ম্যাচে ১৩.৪৬ ইকোনমিতে তার শিকার ১৩ উইকেট। ক্রিকেট ডটকম ডটএইউ-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা একাদশ ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), রাশিদ খান, অধিনায়ক (আফগানিস্তান), রিশাদ হোসেন (বাংলাদেশ), ফজল হক ফারুকি (আফগানিস্তান), জসপ্রীত বুমরা (ভারত) ও আইনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা)।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris