নাটোর প্রতিনিধি : নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ এবং সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ। এ সময় জেলা প্রশাসক বলেন, ক্রীড়া-বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়াদল সুনাম বয়ে আনছে। এ ধারা ভবিষ্যতের দিনগুলোতে আরো বেগবান হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাতটি উপজেলা নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সোহেল রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্ণামেন্টে জেলার সাতটি উপজেলার ১৬টি কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করছে। আগামী ৩০ জুন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।