স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের অন্তর্গত চন্দ্রিমা থানার মোড়টি ভয়ংকর মোড় হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় মানুষরা। গোল চত্বরহীন বহুমূখী এই সড়কের স্থানটিতে প্রতিদিনই ঘটে চলেছে ছোট, মাঝাড়ি ও বড় ধরনের দূর্ঘটনা। তারই ধারাবাহিকতায় বুধবার (০৯ জুন) দুপুরে বিপরীত দিক থেকে আসা দুটো প্রাইভেট কার-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার মোড়ের আইল্যান্ডে উল্টে যায় আর অপরটি দুমড়ে মুচড়ে যায়। এই দূর্ঘটনায় উভয় গাড়ীর চালক ও আরোহীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানটিতে দূর্ঘটনার কারণে এ পর্যন্ত প্রাণ হারানোর পাশপাশি আহত হয়ে দুর্বিসহ জীবনযাপন করছেন অনেকে। এরই ধারাবাহিকতায় ভয়ংকর এই মোড়টিতে গোল চত্বরের দাবী জানিয়েছে স্থানীয়রা। গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ড ভেঙ্গে রাস্তার উপর ছাড়াও পার্শ্ববর্তী দোকান ও হোটেলে গাড়ী আচড়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে। বছরজুড়ে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটার কারণে স্থানীয়রা জায়গাটির নাম দিয়েছেন ‘ভয়ংকর মোড়’। ছবি-আফজাল হোসেন